আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেছেন, পৃথিবীর কোনো দেশেই তাদের জাতির পিতাকে অসম্মান করা হয় না। তাই
বিএনপিকে বলবো, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কর্মসূচিতে অংশগ্রহণ করে অতীতের
পাপ খণ্ডন করুন। অন্যথায় তাদের কপালে জাতির ঘৃণা চিরদিনের জন্য লেখা হয়ে
যাবে।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে গণআজাদী লীগ আয়োজিত ‘মুজিব
শতবর্ষে শেখ হাসিনার নেতৃত্বে আলোকিত বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।

তিনি বলেন, আশা করি, বিএনপির শুভবুদ্ধির উদয়
হবে। তারা মুজিববর্ষে অতীতের ভুল ও পাপ স্বীকার করে জাতির পিতাকে শ্রদ্ধা
জানাবে। এতে হয়তো তাদের পাপ কমবে। পাপের ফল তো ভোগ করছেন খালেদা জিয়া।

বিএনপির উদ্দেশে নাসিম আরও বলেন, ‘মুজিববর্ষের অনুষ্ঠানে ভারতের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসছেন। হীনমন্যতার পরিচয় না দিয়ে ভারতের
প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এখানে আপত্তি করার কী আছে? একবার ভারতের
সাবেক রাষ্ট্রপতিকে অপমান করে গর্তে পড়ে গেছেন। আর ভুল করবেন না। অহেতুক
ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করবেন না। স্বাধীনতাবিরোধী জামায়াতের সঙ্গ
ত্যাগ করুন।’

বিএনপির আন্দোলনের হুংকারের জবাবে তিনি বলেন, এদেশে অনেক নেতা আছেন-‘ঢাল
নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার’-এর মতো অবস্থা। খালেদা জিয়া এতদিন
কারাগারে। অথচ উত্তাল সাগর তো দূরের কথা, পুকুরে বুদবুদ সৃষ্টিও করতে
পারেনি বিএনপি।

১৪ দলের মুখপাত্র বলেন, ১৪ দল হচ্ছে জনগণের দল। বিদ্যুৎ ও পানিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন সহনীয় পর্যায়ে থাকে।

জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, উন্নয়নের বাংলাদেশকে আলোকিত পথেই
রাখতে হবে। দেশ যেন আর অন্ধকারে না যায়। ক্যাসিনো, পাপিয়া ও পেঁয়াজকাণ্ড
হচ্ছে কালো ধুয়া। সুশাসনের শক্ত চাবুক দিয়ে তার দূর করতে হবে।

গণআজাদী লীগের সভাপতি এসকে শিকদারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন
তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ
বড়ূয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, জাতীয় পার্টির
(জেপি) সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম প্রমুখ।