মৃত্যু

মঙ্গলবার সকালে হঠাৎ করে বন্য হাতির পাল লোকালয়ে হানা দেয়

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি মাংলা পাড়ায় বন্য হাতির আক্রমণে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে এই ঘটনা ঘটে বলে ইউএনবি’র একটি খবরে বলা হয়। 

নিহত নূর জাহান ওই এলাকার আলী হোসেনের স্ত্রী।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে আবুল খায়ের জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে বন্য হাতির পাল স্থানীয় আলী হোছন প্রকাশ হামু জেঠার বসতবাড়িতে হানা দেয়। এতে সবাই পালিয়ে রক্ষা পেলেও নূরজাহান হাতির আক্রমণের শিকার হন। এসময় হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান ওসি আবুল খায়ের।