সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি:
বরগুনার আমতলী পৌরসভার ২নং ওয়ার্ডের আলী হোসেন হাওলাদারের বসতঘরে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে বসত ঘরসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
স্থাণীয় সূত্রে জানাগেছে, বুধবার রাত ৮ টায় আলী হোসেন হাওলাদারের বসতঘরের পশ্চিম পাশে ভাড়াটিয়া গার্মেন্টস ব্যবসায়ী মন্টু মিয়ার বারান্দা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। দ্রুত এ আগুন বসতঘরের চারদিকে ছড়িয়ে পড়ে। আগুন দেখে স্থানীয় প্রতিবেশীরা ফায়ার সার্ভিস অফিসে খবর দেয়। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় ঘন্টাব্যাপী প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। অগ্নিকান্ডে আলী হোসেন হাওলাদারের বসতঘর, আসবাবপত্র, মোটরসাইকেল ও ভাড়াটিয়া মন্টু মিয়ার আসবাবপত্র, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১০ লক্ষ টাকা।
আলী হোসেন হাওলাদার জানান, রাত ৮ টার দিকে ভাড়াটিয়া মন্টু মিয়ার বারান্দা থেকে আগুন লেগে দ্রুত আমার বসতঘরের সর্বত্র ছড়িয়ে পড়ে। তিনি কান্নাজড়িত কন্ঠে আরো বলেন, আগুন আমার সব শেষ করে দিল, আমি পথের ভিখারী হয়ে গেলাম। অগ্নিকান্ডে আমার প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
আমতলী ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্জ শাহাদৎ হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ১ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুৎতের সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ১০ লক্ষ টাকা।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.