দর্পণ ডেস্ক : নারী এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন ক্রিকবাজকে এমনটি জানিয়েছেন।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আসরটি বসবে। আগামী ১ অক্টোবর শুরু হওয়ার কথা রয়েছে। সুজন বলেন, ‘আমরা সিলেটে এশিয়া কাপটা আয়োজন করব। আমরা সেখানে আগেও আইসিসির ইভেন্টগুলো আয়োজন করতে পেরেছি, আশা করছি এই টুর্নামেন্টটাও আয়োজন করতে পারব।’ এর আগে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে আর কোনো নারীদের আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করেনি সিলেট। এছাড়া এশিয়া কাপ দিয়েই দীর্ঘ বিরতির পর নারী ক্রিকেট আয়োজন করবে বাংলাদেশ। সবশেষ পাকিস্তানের বিপক্ষে ২০১৮ সালের অক্টোবরে দেশের মাটিতে খেলেছিলেন টাইগ্রেসরা! ৭টি দল নিয়ে এই টুর্নামেন্টে হবে। দেশগুলো হলো, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, থাইল্যান্ড, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও স্বাগতিক বাংলাদেশ। সুজন আরও বলেন, ‘সাতটা দল খেলবে এই টুর্নামেন্টে। উইকেটকে বিশ্রাম দেওয়ার বিষয়ও আছে। ফলে দুই মাঠেই খেলা হবে এই টুর্নামেন্টে।’ বাংলাদেশ এই ট্রফির ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। সবশেষ ২০১৮ সালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল লাল-সবুজের দল।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.