দর্পণ ডেস্ক : বাংলাদেশ পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে গেছে উল্লেখ করে আক্ষেপ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এর জন্য পাকিস্তানের শাসকদের দূরদর্শিতার অভাবকে দায়ী করেছেন তিনি। গেল ৫ ডিসেম্বর ইসলামাবাদে এক সম্মেলনে এসব বলেন, ইমরান খান। খবর পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের।

‘পাকিস্তানের বিপদজনক জনসংখ্যা বৃদ্ধি’ শীর্ষক সম্মেলনে ইমরান খান বলেন, ‘আমাদের গণতান্ত্রিক সরকারগুলো কেবল পাঁচ বছরের কথা চিন্তা করে। এ কারণেই দেশে এত সমস্যা।’

‘৬০-এর দশকের ‍স্মৃতি উল্লেখ করে পাকিস্তান প্রধানমন্ত্রী বলেন, ‘শৈশবে আমাদেরকে ধারণা দেয়া হয়েছিল বেশি জনসংখ্যার পূর্ব পাকিস্তান আমাদের জন্য বোঝা। কিন্তু বর্তমানে বাংলাদেশ পাকিস্তানের চেয়ে এগিয়ে গেছে কেবল তাদের দূরদর্শী চিন্তা ও পরিকল্পনার কারণে।’

‘বাংলাদেশ এবং ইরানে জনসংখ্যা নিয়ন্ত্রণ বিষয়ে প্রচারণা চালানো হয় মসজিদ থেকেই। আমাদেরকেও এই প্রচারণায় মসজিদকে যুক্ত করতে হবে।’

জনসংখ্যা সমস্যা সমাধানে দেশের আলেমদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে এক্ষেত্রে বাংলাদেশ ও ইরানের কাছ থেকে শেখার আহ্বান জানান ইমরান খান। তিনি বলেন, ‘এক্ষেত্রে ওলামাদের বড় ভূমিকা রয়েছে।’