দর্পণ ডেস্ক :
গ্র্যান্ডমাস্টার্স দাবায় পর পর তিন ম্যাচে জয় পেলেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব। তৃতীয় রাউন্ডে ভারতের গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়াকে হারিয়েছেন তিনি। এককভাবে শীর্ষস্থান দখল করে আছেন এই গ্র্যান্ডমাস্টার।
রাকিব দ্বিতীয় রাউন্ডে ফিদে মাস্টার আমিনুল ইসলামকে হারিয়েছিলেন। রাকিব তিন ম্যাচে তিন পয়েন্ট পেলেও ছয় জনের পয়েন্ট ছিল দুই দশমিক ৩০ করে। এরপর নিয়ম অনুযায়ী, টাইব্রেকিং হয়। তাতে ক্যান্ডিডেট মাস্টার শরীফ হোসেন দ্বিতীয়, গ্র্যান্ডমাস্টার ললিত বাবু তৃতীয়, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান চতুর্থ হন। এছাড়া পঞ্চম স্থানে আছেন আরেক গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ।
চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামের অডিটোরিয়ামে সোমবার দুই রাউন্ডের খেলা হয়। তৃতীয় রাউন্ডে ইন্টারন্যাশনাল মাস্টার আবু সুফিয়ান শাকিলকে হারান গ্র্যান্ডমাস্টার জিয়া। নেপালের ক্যান্ডিডেট মাস্টার রাজভান্ডারী রিজেন্দ্রার বিপক্ষে জেতেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ। তবে বাংলাদেশের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানকে হারিয়েছেন ভারতের গ্র্যান্ডমাস্টার ললিত।
মোহাম্মদ শরীফ নিজ দলের ইন্টারন্যাশনাল মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিনের বিপক্ষে জিতেছেন।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.