অনলাইন ডেস্ক : রাজধানীর দক্ষিণ বাড্ডার জাগরনী ক্লাবে আবদুর রাজ্জাক বাবু ওরফে ডিশ বাবু (৩০) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে। কী কারণে এ হত্যাকান্ড তাত্ক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে সাম্প্রতিক রাজধানীর বাড্ডা এলাকার খুনোখুনি বেড়ে গেছে। গত ২২ এপ্রিল বাড্ডার বেরাইদ ইউনিয়ন চেয়ারম্যানের জাহাঙ্গীর আলমের ছোট ভাই কামরুজ্জামান দুখুকে স্থানীয় সংসদ সদস্যের ভাগ্নে ফারুক আহমেদের গ্রুপ প্রকাশ্যে গুলি করে হত্যা করে। এর আগে ২০১৪ সালের ৩ মে বাড্ডা জাগরনী ক্লাবের ভিতর বাড্ডা থানা ছাত্রলীগের সহ-সভাপতি মোফাজ্জল হোসেন রাহিনকে গুলি করে হত্যা করা হয়। বুধবার রাতের এই হত্যাকান্ড ডিশ ব্যবসার চাঁদার টাকা ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে প্রতিপক্ষ মেহেদী-ডালিম-রবিন গ্রুপের পক্ষ থেকে ঘটতে পারে বলে পুলিশ ধারনা করছে। এই ঘটনায় গুলি করে পালানোর সময় মোটরসাইকেল আরোহী তিন যুবককে ধাওয়া করে আটক করেছে জনতা।

বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। হত্যায় জড়িতদের শনাক্ত করার চেস্টা চলছে। পাশাপাশি হত্যার কারণ জানতে কাজ করছে পুলিশ।

নিহতের বাবা ফজলুর রহমান জানান, পরিবারের সঙ্গে মধ্য বাড্ডার প-৫২/৩ নম্বর বাসায় থাকতেন বাবু। তিনি এলাকায় ডিশ লাইন সংযোগ দেওয়ার ব্যবসা করতেন। তার প্রতিষ্ঠানের নাম ম্যাক্স ক্যাবল। গতকাল রাতে জাগরণী ক্লাবের ভেতরের একটি কক্ষে বসে তিনি মোবাইল ফোনে কথা বলছিলেন। রাত সাড়ে ৯টার দিকে হঠাত্ গুলির শব্দ শুনে লোকজন এগিয়ে যায়। এ সময় তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক রাত সোয়া ১০টায় তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেলে আসা তিন যুবক বাবুকে গুলি করে। তারা পালানোর সময় আলাতুননেছা স্কুলের গলিতে আটকে পড়ে। এ সময় লোকজন তাদের ধাওয়া করলে তারা অস্ত্র উঁচিয়ে গুলি ছোঁড়ার ভয় দেখায়। তবে এক পর্যায়ে তারা মোটরসাইকেল রেখে পালানোর চেস্টা করে। এসময় জনতা তাদেরকে আগ্নেয়াস্ত্রসহ আটক করে পুলিশে সোপর্দ করে।

নিহতের পারিবারিক সূত্র জানায়, বাবুর বাবা ফজলুর রহমান স্থানীয় আলাতুননেছা উচ্চ বিদ্যালয়ের কর্মী। তার চার ছেলে-মেয়ের মধ্যে বাবু সবার বড়। বাবুর স্ত্রীর নাম শারমিন। তাদের এক ছেলে রয়েছে।

ঢামেক হাসপাতাল সূত্র জানায়, বাবুর লাশ মর্গে রাখা হয়েছে। তার বুকে তিনটি, বাম হাতে একটি ও মাথায় দুটি গুলিরর চিহ্ন রয়েছে।