দর্পণ ডেস্ক : লতা মঙ্গেশকর ও সন্ধ্যা মুখোপাধ্যায়ের বিদায়ের পর এবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তী ভারতীয় গায়ক, সুরকার ও সংগীত পরিচালক বাপ্পি লাহিড়ীও। ভারতে দুই সপ্তাহের মধ্যে সঙ্গীতের তিন কিংবদন্তি বিদায় নিল।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, গতকাল স্থানীয় সময় মঙ্গলবার রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে মারা যান উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী ও সুরকার বাপ্পী লাহিড়ী। ৬৯ বছর বয়সী এ শিল্পী এক মাস ধরে একাধিক স্বাস্থ্য সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মুম্বাইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালের পরিচালক ডা. দীপক নামজোশি বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছেন, বাপ্পী লাহিড়ী এক মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। শারীরিক উন্নতি হওয়ায় গত সোমবার তাকে ছেড়ে দেয়া হয়। কিন্তু মঙ্গলবার তার স্বাস্থ্যের আবারো অবনতি হওয়ায় নিজ বাড়িতে একজন চিকিৎসককে আনেন স্বজনরা। এ চিকিৎসকের পরামর্শে পরে তাকে আবারো হাসপাতালে আনা হয়। চিকিৎসকদের চেষ্টার পরও গতকাল মধ্যরাতের কিছু আগে ওএসএ (অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া) রোগে মারা যান বলে জানান ডা. দীপক।
বাপ্পি লাহিড়ী, ভারতীয় চলচ্চিত্র সঙ্গীতের অন্যতম প্রভাবশালী অভিভাবক ছিলেন। ১৯৮০ ও ৯০ এর দশকে ডিস্কো ডান্সার, ডান্সড্যান্স, চলতে চলতে ও নমক হালালের মতো চলচ্চিত্রে গান গেয়ে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। বাংলা চলচ্চিত্র জগতেও তার সঙ্গীতের ব্যাপক কৃতিত্ব ছিল। জনপ্রিয় এ শিল্পীর আসল নাম অলোকেশ।
মাত্র ১৯ বছর বয়সে সংগীত জগতে প্রবেশ করেছিলেন বাপ্পি লাহিড়ী। বলিউডের ‘ডিস্কো বয়’ নামেই পরিচিত বাপ্পি লাহিড়ি। হাসিমুখ, সকলের সঙ্গে মিলেমিশে থাকার স্বভাবের কারণে সংগীত দুনিয়া থেকে সাধারণ মানুষের মধ্যে তিনি জনপ্রিয় ছিলেন। বাংলা সিনেমায় গান গাওয়ার পাশাপাশি হিন্দিসহ একাধিক ভাষাতেও গান করেছেন তিনি।
১৯৫২ সালের ২৭ নভেম্বর পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে তিনি জন্মগ্রহণ করেন। তার মা-বাবা বাঁসুরি লাহিড়ী ও অপরেশ লাহিড়ীও সংগীতের মানুষ। বিখ্যাত গায়ক কিশোর কুমারও তার আত্মীয়। ছোট থেকেই শাস্ত্রীয় সংগীত ও শ্যামা সংগীতের পরিবেশে বড় হয়েছেন। মাত্র তিন বছর বয়স থেকেই তবলা বাজানো শেখা শুরু করেন বাপ্পি লাহিড়ী। ১৯ বছর বয়সে তিনি মুম্বাই পাড়ি দেন। ১৯৭৩ সালে তিনি প্রথম সংগীত নির্দেশনা করেন। এরপরে আর ফিরে তাকাতে হয়নি তাকে।
এর আগে ৬ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে মারা যান কিংবদন্তি সঙ্গীত শিল্পী ৯২ বছর বয়সী লতা মঙ্গেশকর। আর গতকাল রাত ৮টার দিকে বাংলা গানের সোনালী যুগের নন্দিত কণ্ঠশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯০ বছর।