দর্পন ডেস্ক : ভারতের গুরুগ্রামের কাশগঞ্জের এক মহিলা তার নিজ স্বামীর বিরুদ্ধে বড় মেয়েকে ধর্ষণের অভিযোগ আনেন। এক মাসেরও বেশি সময় পরে, ৩০ নভেম্বর সকালে, পুলিশ ওই মহিলার স্বামীকে গ্রেফতার করে। পকসো আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ আধিকারিক শামশের সিংহ।

ঘটনার বর্ণনায় মহিলা জানান, ২৮ অক্টোবর সন্ধ্যায় স্বামীর সাথে ঝগড়া হওয়ার পরেই তিনি বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। সঙ্গে ছিল তাঁর এক বছরের কন্যাসন্তান। লোকটি তখন মদ্যপ অবস্থায় ছিল এবং ওই সময়ে বড় মেয়ে বাড়িতেই ছিল বলেই পুলিশকে জানান ওই মহিলা। পর দিন সকাল ১০টা নাগাদ কাশগঞ্জের বাড়িতে ফিরে আসেন মহিলা। এবং দেখেন যে, তাঁর বড় মেয়ে রক্তাক্ত অবস্থায় সংজ্ঞাহীন হয়ে পড়ে রয়েছে খাটের উপর।

মেয়েটিকে হাসপাতালে নিয়ে গেলে জানা যায় যে, তাঁকে ধর্ষণ করা হয়েছে। মহিলা নিজের স্বামীর বিরুদ্ধেই পুলিশে অভিযোগ দায়ের করেন। লোকটি তত ক্ষণে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল।