দুর্ঘটনাটির ভিডিও বৃহস্পতিবার (৫ মার্চ) নিজেদের টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছে লস অ্যাঞ্জেলস পুলিশ। যা ইতোমধ্যেই দেখেছেন ৫০ হাজারের কাছাকাছি ইউজার
লেভেল ক্রসিং পড়েছিলো একদিকে। তবে তা লক্ষ্য না করেই রেল লাইনের ওপরে এসেছিলো বিএমডব্লিউ গাড়িটি। সেসময়ই সেখান দিয়ে দ্রুত গতিতে ছুটে যাওয়া ট্রেন খেলনা গাড়ির মতো পিষে দিয়ে গেলো বিএমডব্লিউ গাড়িটিকে। এই ভয়ঙ্কর দুর্ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সেটি দেখে শিউরে উঠেছেন অনেকেই।
ঘটনাটির ভিডিও বৃহস্পতিবার (৫ মার্চ) নিজেদের টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছে লস অ্যাঞ্জেলস পুলিশ। যা ইতোমধ্যেই দেখে ফেলেছেন ৫০ হাজারের কাছাকাছি ইউজার। এই দুর্ঘটনা মঙ্গলবার দুপুরে ঘটেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে।
ভিডিওটি আপলোড করে পুলিশ লিখেছে, “অসাবধানতার ভয়ঙ্কর পরিণতি। গুরুতর আহত হলেও ভাগ্যক্রমে গাড়িটির চালক মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন।”
রেল লাইনের পাশ দিয়ে গাড়ি চালানোর সময় সতর্কতা অবলম্বনের কথাও মনে করিয়ে দিয়েছে পুলিশের এই টুইট।
This could’ve had a tragic outcome. Fortunately the driver survived with minor injuries, but this should serve as a good reminder to all of us — pay attention near train tracks, and always obey all traffic signals and devices. pic.twitter.com/udDSkeDTPn