Tokyo, Japan, May 12, 2016: City street day life with crowd people on zebra crosswalk in Shinjuku town. Shinjuku is a special ward located in Tokyo for shopping day and night sightseeing.

দর্পণ ডেস্ক : জাপান সরকার দেশটির অর্থনীতিকে চাঙ্গা করার উপায় হিসেবে বিদেশি ভ্রমণকারীদের জন্য সীমান্ত নিয়ন্ত্রণ আরো শিথিল করতে পারে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
জাপানের ডেপুটি চিফ ক্যাবিনেট সেক্রেটারি সেজি কিহারা স্থানীয় টেলিভিশিনে বলেছেন, অভ্যন্তরীণ পর্যটন আকর্ষণে দুর্বল ইয়েন সবচেয়ে কার্যকর। দেশে প্রতিদিন পর্যটক প্রবেশের সীমা উঠিয়ে দেওয়া যেতে পারে এবং তা খুব দেরিতে না।
গত সপ্তাহে মার্কিন ডলারের বিপরীতে ইয়েনের দাম ১ দশমিত ৭ শতাংশ কমেছে। বর্তমানে মার্কিন ডলারের বিপরীতে ইয়েনের দাম ২৪ বছরের মধ্যে সর্বনিম্ন বিন্দুতে অবস্থান করছে। করোনা প্রাদুর্ভাবের কারণে জাপান দুই বছর ধরে বিদেশি পর্যটকদের নিষিদ্ধ রেখেছে। এমনকি গত বছর বিলম্বিত টোকিও অলিম্পিক গেমস ২০২০ থেকেও বিদেশি দর্শকদের নিষিদ্ধ করা হয়েছিল। তবে এ মাসের শুরুতে প্রতিদিন দেশে প্রবেশের অনুমতি দেওয়া বিদেশি পর্যটকের সংখ্যা ২০ হাজার থেকে ৫০ হাজারে উন্নীত করা হয়। সেই সাথে পর্যটকদের গাইড ছাড়া ভ্রমণের অনুমতিও দেয়া হয়।
জাপানের গণমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে ধারণা করা যায়, দৈনিক দেশটিতে কী পরিমাণ পর্যটক প্রবেশ করবে সেই সীমা পুরোপুরি উঠিয়ে দেওয়া হতে পারে। বর্তমানে মার্কিন ডলার অন্যান্য মুদ্রার চেয়ে শক্তিশালী হচ্ছে। কারণ বিনিয়োগকারীরা ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধির ওপর সব সময় নজর রাখে। সূত্র : বিবিসি।