অনলাইন ডেস্ক : নাগরিকত্ব পাওয়ার শর্ত পূরণ করেছেন কী তা তা জানতে কয়েক মাস আগে ওই দম্পতির সাক্ষাৎকার নেয়া হয়। গত শুক্রবার জানানো হয়, তারা নাগরিকত্ব পাওয়ার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছেন। বিপরীত লিঙ্গের মানুষের সঙ্গে হাত মেলাতে রাজি না হওয়ায় সুইজারল্যান্ডের নাগরিকত্ব পাওয়া থেকে বঞ্চিত হলেন তারা ।

সুইজারল্যান্ডের লজানে শহরের মেয়র গ্রেগরি জুনোদ বলেন, ওই দম্পতি বিপরীত লিঙ্গে লোকজনের সঙ্গে করমর্দন করেননি। বিপরীত লিঙ্গের মানুষের প্রশ্নের জবাবও তারা ঠিকঠাক দিতে পারেননি।

তারা ৩০ দিনের মধ্যে সুইস কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন। ওই দম্পতি বর্তমানে কোন দেশের নাগরিক তা প্রকাশ করা হয়নি।  সূত্র: গার্ডিয়ান