দর্পণ ডেস্ক : ইরানের রেভ্যুলুশনারি গার্ডের হাতে ভূপাতিত যাত্রীবাহী বিমানের নিহত ১৭৬ জন আরোহী। এদের প্রতিজনের পরিবারকে দেড় লাখ ডলার করে ক্ষতিপূরণ দেবে দেশটি।
এর আগে ইউক্রেন বিমান ভূপাতিতের ঘটনায় ক্ষতিপূরণ এবং এর সাথে সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনার আহ্বান জানায়।
তেহরান থেকে উড্ডয়নের পর পরই ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বোয়িং 737 বিমানটিতে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।
প্রথমদিকে দায় অস্বীকার করলেও পরে ইরান স্বীকার করে যে ইউআইএ এর ফ্লাইটটি “অনিচ্ছাকৃতভাবে” ভূপাতিত করেছে দেশটি।
এ ঘটনায় নিহতদের মধ্যে ইরানের ৮২ জন, কানাডার ৬৩ জন, ইউক্রেনের ১১ জন নাগরিক ছাড়াও ৯ জন ক্রু, আফগানিস্তানের ৪ জন, ব্রিটেনের চার জন এবং জার্মানির তিন জন নাগরিক ছিলেন।