দর্পণ ডেস্ক : ২০১৭ সালের বিশ্ব সুন্দরী মানুষী চিল্লোরের বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে করনের মাধ্যমেই। একটি সূত্রে জানা গেছে, ২০১৯ সালে কররনের নতুন একটি প্রজেক্টের মাধ্যমে বলিউডে আসছেন মানুষী।
সূত্র আরও জানিয়েছে, এরই মধ্যে করনের প্রোডাকশন হাউস ধর্মা প্রডাকশন থেকে ফটোশুট এবং স্ক্রিন টেস্ট করা হয়েছে মানুষীর। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই বলা হয় ধর্মা প্রোডাকশন থেকে।
বিশ্ব সুন্দরী হওয়ার পর অনেকবারই মানুষী বলিউডে নিজের ক্যারিয়ার গড়ার আগ্রহ প্রকাশ করেছেন বিভিন্ন বক্তব্যে। এরই মধ্যে তিনি অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে একটি বিজ্ঞাপনও করেছেন।