নিজের প্রথম সিরিয়াল ‘তুঝ সাং প্রিত লাগাই সাজনা’- এ পূজা কাজ করেছিলেন কুণালের সঙ্গে
নববর্ষের পরেই বিয়ের পিঁড়িতে বসবেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই বিয়ের খবর জানিয়েছেন তিনি। পাত্র কুণাল বর্মাও কলকাতার বিনোদন জগতের পরিচিত মুখ।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, বারো বছর ধরে পরস্পরকে চিনতেন পূজা ও কুণাল। দুই বছর আগে তাদের বাগদান সম্পন্ন হয়েছে।
নিজের প্রথম সিরিয়াল ‘‘তুঝ সাং প্রিত লাগাই সাজনা’’- এ পূজা কাজ করেছিলেন কুণালের সঙ্গে। সেখান থেকেই শুরু হয় বন্ধুত্ব। বন্ধুত্বের সেই সম্পর্ক গড়ায় প্রেমে।
জানা গেছে, বাঙালি রীতিতেই বিয়ের সব আয়োজন হবে। বিয়েতে পূজা ও কুণালের পরনে থাকবে বাঙালি পোশাক। লাল টুকটুকে বেনারশি পরবেন পূজা। অন্যদিকে কুণাল পরবেন ধুতি পাঞ্জাবী।
কলকাতা থেকেই বিয়ের কেনাকাটা করার কথা জানিয়েছেন পূজা।