ছবি: সংগৃহীত

মঙ্গলবার দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে এমনটি জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি ।

খবরে বলা হয়, মঙ্গলবার ভোরে সাও পাউলোতে বন্যা এবং ভূমিধ্বসে ১৮ জন মারা গেছেন । রিওডি জেনিরোতে মারা গেছে পাঁচ জন। ভারী বৃষ্টিপাতের কারণে রাজ্য দুটিতে আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে এবং অনেক ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। 

বাড়ি-ঘরের নিচে চাপা পড়াদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে দমকল বাহিনীর কর্মীরা। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে তারা আশঙ্কা করচ্ছে।

এ নিয়ে একটি টুইট বার্তায় সাও পাউলো’র গভর্নর জোয়াও দোরিয়া বলেন, যারা এই ভারী বৃষ্টিপাতের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি সমবেদনা প্রকাশ করছি।

উল্লেখ্য, প্রতি গ্রীষ্মেই ব্রাজিলে তীব্র বৃষ্টিপাত হয়। গত জানুয়ারিতে ব্রাজিলের মিনাস গেরাইস রাজ্যে বৃষ্টিপাতে ৫০ জন নিহত হয়েছিলেন।