দর্পণ ডেস্ক : শুরুর একাদশে ফিরে হ্যাটট্রিক করলেন রাহিম স্টার্লিং। জালের দেখা পেলেন গাব্রিয়েল জেসুস ও বের্নার্দো সিলভাও। দাপুটে ফুটবলে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নকে গোলবন্যায় ভাসাল পেপ গুয়ার্দিওলার দল। ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটনের মাঠে শনিবার ৫-০ গোলে জিতেছে সিটি। লিগে টানা দুই ম্যাচে পাঁচ গোলের ব্যবধানে জিতল গত দুই আসরের চ্যাম্পিয়নরা। পাশাপাশি প্রতিপক্ষের মাঠে টানা তিন হারের পর জয়ের দেখা পেল।
প্রথম পর্বে নিজেদের মাঠে ব্রাইটনকে ৪-০ গোলে হারিয়েছিল সিটি। সব মিলে দলটির বিপক্ষে প্রিমিয়ার লিগে ছয় ম্যাচের সবগুলিই জিতল তারা। এই ছয় ম্যাচে তাদের গোল ২০টি। নিউক্যাসল ইউনাইটেডকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়া ম্যাচ থেকে ব্রাইটনের বিপক্ষে ছয়টি পরিবর্তন আনে সিটি।
৩৫ ম্যাচে ২৩ জয় ও তিন ড্রয়ে ৭২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সিটি। দিনের আরেক ম্যাচে শেফিল্ড ইউনাইটেডের মাঠে ৩-০ গোলে হারা চেলসি ৬০ পয়েন্ট নিয়ে তিনে আছে। আগেই শিরোপা জেতা লিভারপুল ঘরের মাঠে বার্নলির সঙ্গে ১-১ ড্র করে, তাদের পয়েন্ট ৯৩।