বুধবার (১৩ জুলাই) বেলা ২টা ২০ মিনিটে তার ইচ্ছার কথা জানিয়ে নিজের ফেসবুক ওয়ালে এসব কথা লেখেন ফাইয়াজ।
ফেসবুকে ফাইয়াজ লিখেছেন, আমার পরিবারের সবার মতামতের ভিত্তিতে আমি বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু আপনারা অনেকেই নিজেদের মতামত জানিয়েছিলেন, তাই এই ব্যাপারটা আপনাদের জানানো।
ফাইয়াজ লিখেছেন, সত্যি বলতে পরিবারের কেউই সরাসরি আইইউটি বা বুয়েটে ভর্তির ব্যাপারে তেমন কিছু বলেননি। প্রায় সবাই বলেছেন যেখানে আমার ইচ্ছা সেখানেই ভর্তি হতে। তাই বলা যায়, আমার ইচ্ছায়ই এখানে ভর্তি হতে চাওয়া।
বর্তমানে ফাইয়াজ গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) কম্পিউটার সায়েন্স বিষয়ে ভর্তি হয়ে আছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটেও ভর্তির সুযোগ পেয়েছেন।
ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ২০১৯ সালের ৬ অক্টোবর নির্মম নির্যাতনে বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ নিহত হন। এ ঘটনায় আবরারের বাবা চকবাজার থানায় হত্যা মামলা করেন। এ মামলায় ২০ জনকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত ব্যক্তিরা সবাই বুয়েটের শিক্ষার্থী ছিলেন।