অনেকে ধোনির সঙ্গে কোহলির তুলনা করেছেন। বলছেন, অতীতে ধোনির সময়েও ইংল্যান্ডের মাটিতে ০-৪ টেস্ট হেরেছে ভারত। তবে বল নড়তেই এভাবে ভারতীয় দলকে লজ্জাজনক পরিস্থিতিতে পরতে দেখা যায়নি।পাঁচ ম্যাচের সিরিজে কোহলিরা পিছিয়ে পড়ল ০-২ ব্যবধানে।এজবাস্টনের পর লর্ডসেও লজ্জার হার ভারতের। কোহলি অবশ্য এখনো সিরিজ জয়ের আশা রাখছেন। ব্যাটসম্যান বিরাটকে নিয়ে সমস্যা নেই অনুরাগীদের। তার ব্যাটেই এজবাস্টনে লড়াই করেছিল ভারত। কিন্তু অধিনায়ক বিরাটকে নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে সমর্থকরা।
তবে নতুন অধিনায়ক নয়, প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকেই টেস্ট অধিনায়ক হিসেবে ফের দেখতে চাইছেন ভারতীয় ক্রিকেট অনুরাগীরা।
লর্ডস টেস্টের প্রথম দিন বৃষ্টিতে খেলা হতে না পারায় হাতে বাকি ছিল চারদিন। সেখানে জোড়া স্পিনারে কেন গেলেন কোহলি। এজবাস্টনে স্পিনাররা সাহায্য পেয়েছিল। সেই উইকেটে এক স্পিনার খেলিয়েছিলেন বিরাট। তবে উমেশকে খেলানো হলে হয়ত এমন লজ্জার মুখে পড়তে হত না।
এর আগে এজবাস্টনে পূজারাকে বসিয়ে ফর্মে না থাকা ধাওয়ানকে খেলান বিরাট। সেই নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। টেস্ট অধিনায়ক হিসেবে কোহলির দুর্নাম, তিনি নাকি পরপর দুই টেস্টে দল রিপিট করেন না। সেই নিয়েও প্রশ্ন উঠছে।