এদের মধ্যে কেরালায় নতুন করে ৫ জন, তামিল নাড়ু ও লাদাখেও একজন আক্রান্ত হয়েছেন
চীনে উৎপত্তি হওয়া করোনাভাইরাসে পার্শ্ববর্তীদেশ ভারতে এ পর্যন্ত ৩৯ জন আক্রান্তের সংবাদ পাওয়া গেছে।
রবিবার (৮ মার্চ) এ তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। এদের মধ্যে কেরালায় নতুন করে ৫ জন, তামিল নাড়ু ও লাদাখেও একজন আক্রান্ত হয়েছেন।
তামিল নাড়ুর স্বাস্থ্য সচিব বিলা রাজেশ জানান, তামিল নাড়ুর ১০৮৬ জনকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে।
এদিকে, করোনা আতঙ্কে অরুণাচল প্রদেশে পর্যটকদের প্রবেশাধিকার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য সিকিমে পর্যটকদের প্রবেশের নিষেধাজ্ঞার পরই প্রদেশটিতে এ নিষেধাজ্ঞা জারি করা হলো।
দেশটির উত্তরাঞ্চলের অপর রাজ্য উত্তরাখণ্ডে এ ভাইরাস মোকাবেলায় সকল বিদ্যালয় বন্ধ রাখার ঘোষণা দিয়েছে রাজ্যটির স্বাস্থ্য অধিদপ্তর।
এর আগে গত শুক্রবার দেশটির রাজধানী দিল্লিতে সব সভা-সমাবেশ স্থগিত করার ঘোষণা দেওয়া হয়।