সমকাল ডেস্ক : ভারতের তিন রাজ্য- রাজস্থান, উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডে ব্যাপক ধূলিঝড় ও ভারি বৃষ্টিতে অন্তত একশ’ পঁচিশ জন প্রাণ হারিয়েছেন। গত বুধবার রাতে এসব প্রাকৃতিক দুর্যোগে আহত হয়েছেন আরও প্রায় আড়াইশ’ মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্যোগে নিহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংকট মোকাবেলায় রাজ্য সরকারগুলোকে সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছেন। খবর পিটিআই, এনডিটিভি ও ইনডিপেনডেন্টের। রাজস্থান রাজ্যের পূর্বাঞ্চলের কয়েক জেলায় ব্যাপক তাপদাহ শুরু হয়েছে। গত বুধবার রাজ্যের কোটা অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ দশমিক ৪ ডিগ্রি রেকর্ড করা হয়। এদিন শক্তিশালী ধূলিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রাজ্যটির বেশ কয়েকটি জেলায়। অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। পূর্বাঞ্চল দিয়ে বয়ে যাওয়া তীব্র ধূলিঝড়ে আলওয়ার, ধোলপুর ও ভারতপুর জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধোলপুরে বজ্রপাতে একটি গ্রামের ৪০টি মাটির ঘর পুড়ে যায়। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ভারতপুর জেলায়। এখানে ১২ জন প্রাণ হারিয়েছেন। উত্তর প্রদেশে পশ্চিম এলাকায় বজ্রপাতসহ বৃষ্টিপাতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৬৪ জন। শুধু বুধবার রাতেই মারা গেছেন ৪৫ জন। আগ্রাতেই ৩৬ জনের মৃত্যু হয়েছে।

উত্তর প্রদেশ ও রাজস্থানের দুই মুখ্যমন্ত্রী নিহতদের প্রতি পরিবারকে চার লাখ ও আহতদের প্রতি পরিবারকে ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। উত্তরাখণ্ড রাজ্যের কুমাওন জেলায় কমপক্ষে দু’জন নিহত হয়েছেন। পাঞ্জাব প্রদেশের মোহালি, জিরাকপুর, লুধিয়ানা, মুক্তসারসহ আরও কয়েকটি জেলায় ঝড়ের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এর মধ্যে পাটিয়ালায় বজ্রপাতে দু’জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। হরিয়ানা প্রদেশেও বেশ কয়েকটি জেলায় ধূলিঝড়ের খবর পাওয়া গেছে।