লায়ন শামীম আহমেদ, ভৈরব প্রতিনিধি :  আজ ১ নভেম্বর ২০১৮খ্রি. সন্ধ্যায় ভৈরব অনলাইন নিউজ ক্লাবের অফিস কার্যালয়ে ভৈরব অনলাইন নিউজ ক্লাব এর সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের কণ্ঠের জেলা প্রতিনিধি আশরাফুল আলম আনন্দঘন পরিবেশে কেক কেটে জন্মদিন পালিত হয়েছে। এসময় ফুলদিয়ে শুভেচ্ছা জানান, প্রধান অতিথি ভৈরব রিপোটার্স ক্লাব ও ইউনিটির সভাপতি ও সাপ্তাহিক অবলম্বন পত্রিকার সম্পাদক তাজুল ইসলাম তাজভৈরবী। দৈনিক পুর্বকণ্ঠ সম্পাদক সোহেল সাশ্রু, কালিকাপ্রসাদ ইউপি চেয়ারম্যান ও কালিকাপ্রাসাদ ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি ফারুক মিয়া, ভৈরব থানার সেগেন্ট অফিসার এসআই রাসেল মিয়া, এস আই জাহাঙ্গীর আলম, দৈনিক বাংলাদেশের খবর ও বৈশাখী টিভির ভৈরব প্রতিনিধি অাদিল উদ্দিন, কণ্ঠ শিল্পী রাকিব মোসাব্বির, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির দপ্তর সম্পাদক ও দৈনিক দর্পণ প্রতিদিন ভৈরব প্রতিনিধি লায়ন শামীম আহমেদ, দৈনিক একুশে অালো ভৈরব প্রতিনিধি জামাল উদ্দিন, পুর্বকণ্ঠ স্টাফ রিপোটার আফসার হোসেন তুর্জা, সাংবাদিক জুয়েল হাসান, সোহানুর রহমান সোহান প্রমূখ। উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সাধারণ সম্পাদক ও ভৈরব অনলাইন নিউজ ক্লাবের সভাপতি ও দৈনিক পুর্বকণ্ঠ নির্বাহী সম্পাদক আলাল উদ্দিন।