লায়ন শামীম আহমেদ, ভৈরব প্রতিনিধি : আজ ৩০ অক্টোবর ২০১৮খ্রি. বিকালে ভৈরব উপজেলা মিলনায়তনে ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমিন এর সভাপতিত্বে ভৈরবের বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের সাথে নতুন ইউএনও’র মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় উপস্থিত ছিলেন, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটি’র সভাপতি ও সাপ্তাহিক অবলম্বন পত্রিকার প্রকাশক ও সম্পাদক তাজুল ইসলাম তাজভৈরবী, সাধারণ সম্পদক ও ভৈরব অনলাইন নিউজ ক্লাব এর সভাপতি আলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও বাংলা টিভি ভৈরব প্রতিনিধি এম আর সোহেল, দৈনিক বাংলাদেশের খবর ও বৈশাখী টিভির ভৈরব প্রতিনিধি আদিল উদ্দিন আহমেদ,
দৈনিক দর্পণ প্রতিদিন ভৈরব প্রতিনিধি লায়ন শামীম আহমেদ,দৈনিক ইনকিলাব ভৈরব প্রতিনিধি এম আর রুবেল,আরটিভির ও আলোকিত বাংলাদেশ ভৈরব প্রতিনিধি আল আমিন টিটু, ৭১ টিভি ভৈরব প্রতিনিধি ফজলুর রহমান বাবু, সাপ্তাহিক সময়ের দৃশ্যপট পত্রিকার স্টাফ রিপোর্টার এম আর ওয়াসিম, ভৈরব অনলাইন নিউজ ক্লাব এর সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের কণ্ঠ ভৈরব প্রতিনিধি আশরাফুল আলম,দৈনিক সকালের সংবাদ ও কেটিভির ভৈরব প্রতিনিধি সজীব আহমেদ, দৈনিক আমার বার্তা ভৈরব প্রতিনিধি এম আর হৃদয়, দৈনিক পুর্বকণ্ঠ স্টাফ রিপোটার আফসার হোসেন তুর্যা প্রমুখ।