দর্পণ ডেস্ক : ‘নাকাব’ মুক্তি পেতে যাচ্ছে ২১ সেপ্টেম্বর কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত । সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের নির্মাতা রাজীব কুমার বিশ্বাস। পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়ার পাশপাশি বাংলাদেশেও সাফটা চুক্তির আওতায় মুক্তি পাবে। ছবিটির নায়ক হিসেবে রয়েছেন ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান। নায়িকা হিসেবে রয়েছেন কলকাতার নুসরাত জাহান ও সায়ন্তিকা।
ছবিটির প্রচারণার জন্য ১৬ সেপ্টেম্বর ঢাকায় আসার কথা ছিল দুই নায়িকার। তাদের সঙ্গে শাকিব খানেরও প্রচারণায় অংশ নেয়ার কথা জানিয়েছিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ। নতুন খবর হচ্ছে আপাতত ১৬ সেপ্টেম্বর ঢাকায় আসছেন না তারা। জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে শনিবার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তাদের আসার তারিখ চূড়ান্ত হলে পরে আবার জানিয়ে দেয়া হবে।
এদিকে শাকিব খান অভিনীত ‘নাকাব’ ছবিটি ২১ তারিখে মুক্তি দেয়ার ঘোষণা দিয়েছে জাজ। ঘোষিত তারিখে ছবিটি মুক্তি নিয়েও রয়েছে সন্দেহ। ২১ সেপ্টেম্বর মুক্তির প্রচারণা চালালেও এখনও নিশ্চিতভাবে সিদ্ধান্ত নিতে পারছেনা প্রযোজনা প্রতিষ্ঠান জাজ।
নাকাব ছবির মাধ্যমে প্রথমবারের মতো ভৌতিক চরিত্রে দেখা যাবে শাকিব খানকে। এতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন তিনি।
শাকিব, নুসরাত, সায়ন্তিকা ছাড়া নাকাবে আরও অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ, সুদীপ মুখোপাধ্যায়।