দর্পণ ডেস্ক : কাতার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মরক্কোকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। বুধবার রাতে আল বায়াত স্টেডিয়ামে হাকিমিদের ২-০ গোলে হারিয়েছে কিলিয়ান এমবাপ্পেরা। ম্যাচের পঞ্চম মিনিটেই গোল করে ফরাসিদের এগিয়ে দিয়েছিলেন থিও এর্নান্দেস। লিড নিয়েই বিরতিতে যায় ফ্রান্স। দ্বিতীয়ার্ধে দারুণ খেলে মরক্কো। তবে দুর্বল ফিনিশিংয়ের কারণে বার বার গোলবঞ্চিত হচ্ছিলেন হাকিমি-জিয়েকরা। গোলের সুযোগ মিস করেনি ফ্রান্স। ৭৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে তারা। উসমান দেম্বেলের পরিবর্তে মাঠে নেমে এক মিনিটের মধ্যেই গোলটি করেন কোলো মুয়ানি। ম্যাচের বাকি সময় বেশ কয়েকটি আক্রমণ করেও গোলের দেখা পায়নি মরক্কো। ফলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। হারলেও এখনো বিমানে ওঠছে না হাকিমি-জিয়েকরা। শনিবার রাতে ক্রোয়েশিয়ার বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবে তারা। অন্যদিকে, রবিবার ফাইনালে মেসির আর্জেন্টিনার বিপক্ষে খেলবে ফ্রান্স।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.