দর্পণ ডেস্ক : প্রেম মানে না বয়স-কাল-সময়। চিরাচরিত এ প্রবাদ বাক্যই যেন সত্য হল ৭০ বছর বয়স্ক খ্যাতিমান পরিচালক মহেশ ভাটের জীবনে।
মহেশের আগামী ছবি ‘জালেবি’তে অভিনয় করছেন রিয়া। কিন্তু সে ছবি নিয়ে নয় বরং সত্তরতম জন্মদিনে পরিচালককে শুবেচ্ছা জানাতে যেসব শব্দ ও ছবি সামনে এনেছেন তাঁর ছবির অভিনেত্রী তা নিয়ে বলিউডে তোলপাড় চলছে।
বাঙালি অভিনেত্রী রিয়া চক্রবর্তীও গত বৃহস্পতিবারে সত্তরতম জন্মদিনে ইনস্টাগ্রামে ‘উইশ’ করেছেন মহেশ ভট্টকে। সঙ্গে মহেশের সঙ্গে তাঁর কয়েকটি ছবিও শেয়ার করেছেন। ছবিগুলি ঘিরে শুরু হয়েছে গুঞ্জন। মহেশ কি প্রেম করছেন এই বাঙালি তনয়ার সঙ্গে।

ছবিতে রিয়া মহেশের ঘনিষ্ঠতার প্রমান মেলে। ছবি পোস্ট করার পর থেকেই শুরু হয় নেগেটিভ কমেন্টের বন্যা।

বাঙালি অভিনেত্রী রিয়া চক্রবর্তীর সঙ্গেই নাকি এখন প্রেমের সম্পর্কে রয়েছেন মহেশ ভট্ট। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কিছু ছবি থেকে তেমনই গুঞ্জন শুরু হয়েছে ইন্ডাস্ট্রিতে। সত্যি নাকি?
কে এই রিয়া? কী করেন তিনি?
এক বাঙালি পরিবাওে ১৯৯২-এর ১ জুলাই জন্ম রিয়ার। তাঁর বাবা বাঙালি, মা কোঙ্কনি। জন্ম বেঙ্গালুরুতে। মূলত প্রবাসেই বড় হয়েছেন। তবে তাঁর বাঙালি যোগও রয়েছে। অম্বালার আর্মি পাবলিক স্কুলে পড়াশোনা শেষ করে ভিডিও জকি হিসেবে কেরিয়ার শুরু করেন রিয়া।


সঞ্চালিকা হিসেবেও বিভিন্ন জনপ্রিয় টিভি শো-এ কাজ করেছেন রিয়া।

‘তুনেগা তুনেগা’ ২০১২-এ তেলগু ছবি দিয়ে অভিনয়ে হাতেখড়ি হয় রিয়ার। সেই ছবিতে তাঁর চরিত্রের নাম ছিল নিধি।

 


২০১৩-এ ‘মেরে ড্যাড কি মারুতি’ ছবির মাধ্যমে বলি ডেবিউ করেন রিয়া।
বড় সুযোগ পান ২০১৭-এ রিয়া যশরাজ ফিল্মসের ব্যানারে। তাদের প্রযোজনায় ‘ব্যাঙ্ক চোর’-এ অভিনয় করেন তিনি।
‘জলেবী’ ছবিতেও অভিনয় করেছেন রিয়া মুকেশ ভট্টের প্রযোজনায় । সেই সেট থেকেই কি মহেশ ভট্টর সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে অভিনেত্রীর?
রিয়া প্রকাশ করেছেন তাঁর ভালবাসার কথাও। তবে এখনও পর্যন্ত এই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি মহেশ।

এই ছবি ঘিরেই শুরু বিতর্ক। ছবি: রিয়ার ইনস্টাগ্রাম থেকে।

কি লিখেছেন রিয়া?
জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে রিয়া লেখেন— ‘হ্যাপি বার্থডে টু মাই বুড্ডা’। তার পর লেখেন— ‘স্যর, এটাই আমরা— আপনি আমাকে ভালবাসায় জড়িয়ে রেখেছেন, আপনি আমাকে দেখিয়েছেন ভালবাসা কাকে বলে, আপনি আমার এতদিন খুলে রাখা ডানা খুলে দিয়েছেন, আপনি সেই হৃদয় উদ্বেল করা অগ্নিশিখা যা প্রতিটি আত্মাকে উজ্জ্বীবিত করতে পারে। আর শব্দ খুঁজে পাচ্ছি না। আই লাভ ইউ।’


লেখার সঙ্গে ছিল রিয়া ও মহেশের ঘনিষ্ঠ ছবি। পোস্ট করার পর থেকেই শুরু হয় নেগেটিভ কমেন্টের বন্যা। এই বিগ বসের ঘরে থাকা অনুপ জালোটা ও জসলিন মাথারুর জুটির সঙ্গে তুলনাও শুরু হয়ে যায়। অনুপের সঙ্গে তাঁর বর্তমান বান্ধবীর বয়সের ফারাক ৩৭ বছর। মহেশের সঙ্গে রিয়ার ফারাক অবশ্য তার থেকেও বেশি। মহেশ যেখানে জীবনের সত্তর বসন্ত পার করলেন, সেখানে রিয়া সবে ২৬!


’ কিশোর কুমারের সুপারহিট গান ‘কুছ তো লোগ কহেঙ্গে’-র এই অন্তরা ব্যবহার করেই প্রতিবাদ করেছেন রিয়া। জবাবে রিয়া তাঁর সঙ্গে মহেশের অন্য ছবি শেয়ার করে লেখেন— ‘তু কৌন হ্যায়, তেরা নাম হ্যায় ক্যায়া, সীতা ভি ইঁহা বদনাম হুয়ি।