মেসি বলেন, রোনালদো নিয়মিত গোল করে যাবে, এটাই স্বাভাবিক
ইতালিয়ান ফুটবল লিগ সিরি আ-তে দুর্দান্ত ফর্মে রয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। চলতি বছর প্রায় প্রতিটি ম্যাচে গোল এসেছে তার পা থেকে। দুর্দান্ত ফর্মে থাকা রোনালদোর প্রশংসা করেছেন আরেক কিংবদন্তি খেলোয়াড় লিওনেল মেসি।
যদিও মেসি-রোনালদো দ্বৈরথের কথা ফুটবলপ্রেমী মাত্রই জানেন। কিন্তু জুভেন্টাসের হয়ে টানা ১১ ম্যাচে গোল করা ৩৫ বছর বয়সী রোনালদোর প্রশংসা করতে ভোলেননি লিও। যদিও চলতি মৌসুমটা সে তুলনায় একটু খরাই যাচ্ছে বার্সেলোনা সুপারস্টারের। ক্লাবের হয়ে সাম্প্রতিক তিন ম্যাচে একটি গোলও আসেনি মেসির পা থেকে। তবে ছয়টি গোলে অবদান রেখেছেন আর্জেন্টাইন সুপারস্টার।
গোলমুখে তাদের নৈপুণ্যের কথা কারোই অজানা নয়। কিন্তু রোনালদোর সাম্প্রতিক ফর্মের বিষয়ে মেসি বলেন, “সে (রোনালদো) নিয়মিত গোল করে যাবে, এটাই স্বাভাবিক। সে একজন ধ্বংসাত্মক স্ট্রাইকার যে গোল করতে ভালোবাসে।”
স্প্যানিশ গণমাধ্যম মুন্ডো দেপোর্তিভো’র সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মেসি।
তিনি আরও বলেন, “একজন ফরোয়ার্ড হিসেবে তার অনেক গুণই আছে যার যৎসামান্যই সবসময় দেখা যায়।”