দর্পণ ডেস্ক : গত আগস্টে লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্তে টাকার থলে নিয়ে হাজির হয়েছিল ম্যানচেস্টার সিটি, প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) মতো ক্লাবগুলো। যদিও রিলিজ ক্লজের মারপ্যাঁচে ফেলে মেসিকে ঠিকানা বদল করতে দেয়নি বার্সেলোনা। আর্জেন্টাইন সুপারস্টারের সঙ্গে চলতি মৌসুমেই চুক্তি শেষ বার্সেলোনার। নতুন চুক্তির বিষয়ে এখনো কিছু জানাননি মেসি। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, মেসিকে পাওয়ার আশা ছাড়েনি ম্যানচেস্টার সিটি। চলতি মৌসুম শেষে বার্সেলোনা ছাড়লে মেসিকে দলে ভেড়াতে চায় সিটিজেনরা।
মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, মেসিকে দলে ভেড়াতে লোভনীয় প্রস্তাব দেবে ম্যানসিটি। ইংলিশ প্রিমিয়ার লীগে কয়েক বছর খেলার পর যুক্তরাষ্ট্রের মেজর সকার লীগে সিটিজেনদের আরেক ক্লাব নিউইয়র্ক সিটিতেও মোটা অঙ্কের বেতনে খেলার প্রস্তাব দেয়া হবে মেসিকে।
গত মাসে সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন হোসেপ মারিয়া বার্তোমেউ। যার সঙ্গে লম্বা সময় ধরে টানাপোড়ন চলছিল মেসির। আগামী জানুয়ারিতে বার্সেলোনার সভাপতি পদে নির্বাচন। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মেসি বার্সা ছাড়বেন কিনা তা নির্ভর করছে নতুন সভাপতির ভবিষ্যত প্রকল্প কেমন হবে তার ওপর।