যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঘূর্ণিঝড়ে কমপক্ষে ২৫ জন মারা গেছেন। এছাড়া আহত হয়েছে বহু মানুষ।
স্থানীয় সময় মঙ্গলবার ভোরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ন্যাশভিল, টেনেসি এবং আশপাশের এলাকায় আঘাত হানে এই ঘূর্ণিঝড়। খবর সিএনএনের
টেনেসির সরকারপ্রধান বিল লি সিএনএন’কে বলেন, এটি আমাদের জন্য বেদনার দিন। ঝড়ে এখন পর্যন্ত ২৫ জন মানুষের মৃত্যু হয়েছে। এসব মৃত্যু মেনে নেওয়া হৃদয়বিদারক
বজ্রপাতে বিদ্যুতের ঝলকানি ও ভবনগুলো ধ্বংসস্তূপে পরিণত হওয়ার চিত্র ধরা পড়েছে ভিডিওতে। জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ন্যাশভিলজুড়ে কমপক্ষে ৪০টি কাঠামো ভেঙে গেছে।
ক্ষতিগ্রস্তদের অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে। শহরের স্কুলগুলো জরুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।