দর্পণ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ ও সিনেটের মধ্যবর্তী নির্বাচনের ভোট গ্রহণ মঙ্গলবার শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা। যদিও এরই মধ্যে প্রতিনিধি পরিষদ ও সিনেটের বেশ কয়েকটি আসনের ফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে প্রতিনিধি পরিষদে প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্রেটিক পার্টিকে রিপাবলিকান পার্টির চেয়ে পিছিয়ে থাকতে দেখা গেছে। খবর সিএনএনের। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রতিনিধি পরিষদের ৪৩৫টির মধ্যে ২২৪টি আসনের ফল পাওয়া গেছে। এর মধ্যে ডেমোক্র্যাটরা পেয়েছেন ৮৬টি আসন। আর রিপাবলিকানরা পেয়েছেন ১৪০টি আসন। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে কমপক্ষে ২১৮টি আসনে জয় পেতে হবে।
অন্যদিকে, এখন পর্যন্ত সিনেটের প্রাপ্ত ফলাফলে ডেমোক্র্যাটরা ৪১টি ও রিপাবলিকানরা ৪৩টি আসন পেয়েছেন। সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে একটি দলকে ১০০টির মধ্যে কমপক্ষে ৫১টি আসনে জয় পেতে হবে। মধ্যবর্তী নির্বাচনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোতে চলছে গভর্নর নির্বাচন। এখন পর্যন্ত ২২টি অঙ্গরাজ্যে রিপাবলিকানরা এবং ১২টি অঙ্গরাজ্যে ডেমোক্রেটরা জয় পেয়েছে।