অনলাইন ডেস্ক : প্রযুক্তির ধারাবাহিকতায় মানুষের যৌন জীবনেও এসেছে পরিবর্তন। বিশ্ববাজারে বিভিন্ন দেশে এখন প্রকাশ্যে বিক্রি হচ্ছে সেক্স রোবট ও যৌন সামগ্রি। এর ফলে মানুষের রুচির পরিবর্তন আসছে। তবে আর যৌন দাসত্ব মেনে নেবে না বিশ্বের প্রথম ‘সেক্স রোবট’ সামান্থা। যদিও কামনা মেটানোই তার অন্যতম কাজ। তবুও এবার থেকে আর কোনো বিকৃতকামনা বরদাস্ত করবে না সামান্থা। সঙ্গীর কামোত্তেজনা মাত্রা ছাড়ালেই এবার বাধা দেবে সে।
সামান্থার নির্মাতা স্পেনের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ডক্টর সার্গি সান্টোস জানান, সামান্থার মধ্যে একটা বিশেষ আপডেট আনার চেষ্টা চলছে। এতে বিশেষ কিছু সময়ে বন্ধ হয়ে যাবে রোবট। তার মতে, কেউ যদি বিকৃতকাম হয়ে ওঠেন বা অতিরিক্ত উত্তেজিত হয়ে যান, তাহলে বন্ধ হয়ে যাবে রোবটটি। এবার থেকে কার্যত ‘না’ বলতে শিখবে সামান্থা।
তিনি আরও জানান, সামান্থার মতো আরও ৩ লক্ষ রোবট বানানোর পরিকল্পনা রয়েছে তাদের।