দর্পণ ডেস্ক : বিয়ে নিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে বিরম্বনায় পড়তে হয় প্রায়শঃই। এটা নতুন কোন খবর নয়।
তবে বাহুল নিজেই দিয়েছেন এক পিলে চমকানো খবর! তিনি নাকি অনেক আগেই বিয়ে করে ফেলেছেন।
এখবর রাজনৈতিক পরিমন্ডলকে ছাড়াও অগনিত সুন্দরী ও তাদেও মায়েদের আশায় জল ঢেলে দিয়েছে।
তবে ঘটনা কিছুটা সিনেমাটিক। দু’দিনের হায়দরাবাদ সফরে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। মঙ্গলবার বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদকরা তাকে বিয়ে করার পরিকল্পনা নিয়ে প্রশ্ন করেন।
উত্তরে তিনি বলেন, ‘আমি কংগ্রেস পার্টিকে বিয়ে করেছি। তাই অন্য কোনো বিয়ের পরিকল্পনা নেই।’ বিয়ে প্রসঙ্গে কংগ্রেস সভাপতির এই সরাসরি জবাব এতদিনের জল্পনায় জল ঢেলে দিল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। খবর এনডিটিভির।
তিনি স্থানীয়দের, দলীয় কর্মী ও নেতাদের সঙ্গে কথা বলেন। এ সময় সমমনা দলগুলোর সঙ্গে জোট করতেও বলেছেন নেতাদের। সেই কথাবার্তার ফাঁকেই তিনি জানান, ২০১৯ সালের নির্বাচনের পর প্রধানমন্ত্রী পদে ফিরে আসবেন না নরেন্দ্র মোদি। এমনকি ২৩০টি আসন পাবে না বিজেপি। তাই প্রধানমন্ত্রী হতে পারবেন না মোদি। উত্তরপ্রদেশ ও বিহারে বিরোধী জোটের কাছে পরাস্ত হয়েছে বিজেপি। সেখানে দেশজুড়ে বিরোধী জোট তৈরি হলে ২০১৯ সালে সংখ্যাগরিষ্ঠতা পাবে না বিজেপি। তাহলে বিজেপি বিরোধী জোটের প্রধানমন্ত্রী কে হবেন? রাহুল গান্ধী বলেন, ‘সেটা তখন ঠিক করা হবে।’ তিনি আরও বলেন, এই সরকারের একাধিক ব্যর্থতা রয়েছে। নোট বাতিল, জিএসটি, ব্যাংক ঋণ দুর্নীতি, কৃষকদের প্রতিশ্র“তি রক্ষা, বছরে দুই কোটি কর্মসংস্থানের প্রতিশ্র“তি পালনে ব্যর্থ হয়েছে মোদি সরকার।
প্রধানমন্ত্রী বাহুল হতেই পারেন, কংগ্রেস সভাপতি ভবিষ্যতে প্রধানমন্ত্রী হবেন এটাই স্বাভাবিক, বরং না হতে পারলে সেটাই হবে অস্বাভাবিক।
কিন্তু বাহুলের বিবাহ নিয়ে মন্তব্য, তিনি চিরকুমার থাকার ইঙ্গিত দিচ্ছেন কিনা সেটাই চিন্তার বিষয় ভারতবাসীর।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.