দর্পণ ডেস্ক : লাদাখ অচলাবস্থা নিয়ে ফের বৈঠক করল ভারত-চীন। গত শনিবারের পর আবার সামরিক পর্যায়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় । এর মধ্যে বরফ কিছুটা গলেছে, গালওয়ান উপত্যকায় কিছুটা সেনা পিছিয়েছে চীন। সেনার সংখ্যা কমিয়েছে ভারতও। এদিন দুই দেশের জেনারেলদের মধ্যে আলোচনা হয় গালওয়ানের প্যাট্রলিং পয়েন্ট ১৪-র কাছে। প্রায় পাঁচ সপ্তাহ ধরে পূর্ব লাদাখে অচলাবস্থা চলছে ভারত ও চীনের মধ্যে। খবর হিন্দুস্তান টাইমসের।
দুই মেজর জেনারেল অফিসারের নেতৃত্বে বুধবার আলোচনা হয়। ভারতের প্রতিনিধিত্ব করেন মেজর জেনারেল অভিজিত বাপট, যিনি কারুর তৃতীয় ইনফ্যান্ট্রি ডিভিশনের কম্যান্ডার। সূত্রের খবর, স্পষ্ট ও ইতিবাচক আলোচনা হয়েছে। তবে সমস্যার জট এতে কিছুটা কমেছে কিনা, তা এখনও জানা যায়নি।
এই নিয়ে দুই জেনারেলদের মধ্যে চতুর্থ বার আলোচনা হল। গালওয়ান উপত্যকার যে তিন জায়গায় সমস্যা ছিল, সেখানে সেনা সরাতে শুরু করেছে চীন। এখন যাবতীয় নজর প্যাংগং লেকের পরিস্থতি স্বাভাবিক করার ওপর। প্রসঙ্গত গত মাসের ৫-৬ তারিখ এই লেকেই মারপিট করে ভারতীয় ও চীনা সেনারা, যেখান থেকে পুরো সমস্যাটি জনসমক্ষে আসে।
আগামী কয়েক দিনে আরও দফায় দফায় আলোচনা হওয়ার কথা আছে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য। চীনের তরফ থেকে বুধবার বলা হয়েছে এখনও পর্যন্ত আলোচনা ইতিবাচক ও অস্থিরতা কমানোর জন্য দুই পক্ষই আগ্রহী।
সীমান্তের ওপারে যেভাবে চীন লোকবল ও অস্ত্রশস্ত্র বাড়াচ্ছে। প্রায় আট হাজার সেনা, ট্যাঙ্ক, আর্টিলারি বন্দুক, ফাইটার বম্বার, রকেট ফোর্স, এয়ার ডিফেন্স রাডার জড়ো করেছে চীন। ভারত চায় যে এই সব সামরিক সরঞ্জাম পুরনো জায়গাতে ফিরে যাক। তাহলেই পরিস্থিতি সীমান্তে ফের স্বাভাবিক হতে পারবে বলে আশা করবে বলে নয়াদিল্লি মনে করে। ওয়েবসাইট