লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস (৭৬০) ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। রোববার (২৮ আগস্ট) বিকেল ৪টা ৫০ মিনিটে উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশনে এ ঘটনা ঘটে।
ওই ট্রেনের যাত্রী প্রত্যক্ষদর্শী বাগাতিপাড়ার জাহাঙ্গীর আলম (৩৫) বলেন, পদ্মা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে বিকেল ৪টার সময় ছেড়ে আসে। আব্দুলপুর স্টেশনে পৌঁছলে ৪টা ৫০ মিনিটে হঠাৎ ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে পড়ে। এ সময় সকল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রকাশ থাকে যে নিউজ সংগ্রহ করতে গেলে পদ্মা ট্রেনে গার্ড ফারুক হোসেন সাংবাদিকদের সাথে খারাপ আচরণ করেন। এমনকি মোবাইল ফোন কেড়ে নেয় । পরবর্তীতে জনগণের চাপের মুখে ফোন দিয়ে দেন।
আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশন মাস্টার শেখ জিয়া উদ্দিন মাহমুদ বলেন, যাত্রা বিরতিকালে ব্রেক ফেল করে আব্দুলপুর স্টেশনের কাছাকাছি পদ্মা এক্সপ্রেস ট্রেনের সামনের একটি বগিসহ ইঞ্জিন লাইনচ্যুত হয়। বিকল্প লাইন থাকায় সব রুটের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
বাংলাদেশ রেলওয়ে (পশ্চিম) রাজশাহীর মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার বলেন, বিকল্প ইঞ্জিনের মাধ্যমে কিছুক্ষণের মধ্যে পদ্মা এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশ্যে যাত্রা করতে পারবে। উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে পৌঁছালে লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধার কার্যক্রম চালাবে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.