দর্পণ ডেস্ক : টানা ৪৮ ঘন্টার কর্মসূচি শেষ হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি তবে দাবি আদায়ের আশ্বাস না পেলে ফের আন্দোলনে নামবেন শ্রমিকরা। সেক্ষেত্রে তারা টানা ৯৬ ঘণ্টার ধর্মঘটে যাবেন। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সংগঠনটির নেতারা এ সিদ্ধান্ত নেন।

সোমবার বিকেলে মতিঝিলে সংগঠনের সাধারণ সম্পাদক ওসমান আলী জানান সড়ক পরিবহন শ্রমিকদের ৪৮ ঘণ্টার কর্মবিরতি শেষ। কর্মবিরতির সময় বাড়ছে না। বৈঠকে আরো জানানো হয় সরকারের কাছ থেকে আলোচনার ডাক না পাওয়া ও জনদুর্ভোগের কারণে সমালোচনার মুখে পড়ায় আপাতত নতুন কর্মসূচি দেওয়া হয়নি।

ফেডারেশনের সহ-সভাপতি সাদিকুর রহমান হিরু বলেছেন, সড়ক পরিবহনের আইনের যেসব ধারা শ্রমিক স্বার্থপরিপন্থী তা সংশোধন করতে হবে। সড়কে মালিক-শ্রমিককে হয়রানি বন্ধ করতে হবে।

তিনি আরো বলেন- দাবি আদায়ে বৈঠক থেকে ২১ দিনের আল্টিমেটাম দিয়েছে ফেডারেশন। ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির বৈঠক হবে আগামী সপ্তাহে, সেখান থেকে সব ইউনিয়ন ও টার্মিনালে দাবির পক্ষে সভা-সমাবেশের কর্মসূচি দেওয়া হবে। সরকার ও জনগণের কাছে শ্রমিকদের দাবির যৌক্তিকতা তুলে ধরা হবে। দাবি পূরণ না হলে ২০ নভেম্বরের পর ৯৬ ঘন্টার ধর্মঘট ডাকা হবে।