অনলাইন ডেস্ক : সময়টা দারুণ যাচ্ছে টিম শ্রীলঙ্কার। দক্ষিণ আফ্রিকাকে দুই ম্যাচ টেস্ট সিরিজে হারিয়ে হোয়াইটওয়াশের তেতো স্বাদ দিয়েছে লঙ্কান ক্রিকেটাররা। তবে এরই মাঝে ‘কলঙ্কের’ কালো ছায়া হানা দিয়েছে শ্রীলঙ্কা শিবিরে। আর তারই জের ধরে লঙ্কান ওপেনিং ব্যাটসম্যান দানুসকা গুনাথিলাকার হোটেল কক্ষে সংঘটিত ধর্ষণের ঘটনার তদন্ত করবে শ্রীলঙ্কা ক্রিকেট কর্তৃপক্ষ।
যদিও ওই ব্যাটসম্যানের বিরুদ্ধে সরাসরি কোন অভিযোগ নেই। তারপরও শ্রীলঙ্কান পুলিশ নিশ্চিত করেছে, টিম হোটেলে গত ২১ জুলাই রাতে শ্লীলতাহানি সংক্রান্ত অভিযোগের কারণে তাকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে।
রবিবার লঙ্কান ক্রিকেটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শেষেই গুনাথিলাকাকে নিষিদ্ধ করা হয়েছে। এই ঘটনার তদন্ত করবে ক্রিকেট বোর্ড। নিষিদ্ধ গুনাথিলাকার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত তার অংশ নেয়া টেস্টের ম্যাচ ফি’ও স্থগিত রাখা হবে বলে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।
এর আগে, গত বছর অক্টোবরেও আরেকটি শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের কারণে ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন এই ক্রিকেটার।
উল্লেখ্য, গুনাথিলাকার বিরুদ্ধে পুলিশের কাছে নরওয়ের এক নারী এ অভিযোগ করেন। এই ঘটনায় গুনাথিলাকার পরিচিত সন্দেহভাজন একজন ব্রিটিশ নাগরিককে আটকও করা হয়েছে। নরওয়ের ওই নারী পর্যটকের দাবি, গুনাথিলাকার এক বন্ধু তার কলম্বোর হোটেল কক্ষে তার সামনেই ধর্ষণ করেছেন। ব্রিটিশ পাসপোর্টধারী শ্রীলঙ্কান বংশোদ্ভূত ওই ২৬ বছর বয়সি ‘বন্ধুকে’ পুলিশ আটক করেছে।