ফাইল ছবি

দর্পণ রিপোর্ট : ঈদে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে সদরঘাট লঞ্চ টার্মিনালে। সকাল থেকে টার্মিনালে দক্ষিণাঞ্চলের যাত্রীদের চাপ বেড়েছে।

এদিকে যাত্রীরা জানান, দিনে যানজট এড়াতে ভোর রাতে টার্মিনালের উদ্দেশে রওনা দিচ্ছেন অনেকে। রাস্তা ফাঁকা থাকায় খুব অল্প সময়ে টার্মিনালে এসে পৌঁছাচ্ছেন যাত্রীরা।

তবে লঞ্চের স্টাফরা বলছেন, এখন চাপ একটু কম থাকলেও দুপুরের পর থেকে যাত্রী চাপ অনেক বেশি হবে। ঈদ যাত্রায় উপচে পড়া ভিড় সদরঘাটে
দর্পণ ডেস্ক :
ফাইল ছবি
নারীর টানে বাড়ী ফেরা। দক্ষিনাঞ্চলের মানুষের ঈদে বাড়ী ফেরার প্রধান বাহন লঞ্চ।
আজ ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে সদরঘাট লঞ্চ টার্মিনালে। সকাল থেকে টার্মিনালে দক্ষিণাঞ্চলের যাত্রীদের চাপ বেড়েছে।
যাত্রীদেও সাথে কথা বলে যানা গেছে, বেলা বাড়ার সাথে সাথে যানজট বৃদ্ধি পাবে ভেবে ভোর রাতে টার্মিনালের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন অনেকে। রাস্তা ফাঁকা থাকায় খুব অল্প সময়ে টার্মিনালে এসে পৌঁছাচ্ছেন যাত্রীরা। কিন্তু টার্মিনালে এসে প্রচন্ড ভীড়ে পা রাখার অবস্থা নেই। তাদেও নির্ধারিত রুটের লঞ্চ খুঁজে পেতে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
লঞ্চ স্টাফরা বলছেন, সকাল সকাল লঞ্চ ঘাটে আসাই ভাল, দুপুরের পূর্বে চাপ একটু কম থাকলেও দুপুরের পর থেকে যাত্রী চাপ অনেক বেশি হবে, যাত্রীদেও বিরম্বনাও বাড়বে। তবে তারা চেষ্চা করছে সরকার নির্দেশিত নিয়ম মেনে লঞ্চে যতটা সম্ভব কম যাত্রী বোঝাই করতে।