দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৭৭ জন
সিরিয়ার রাজধানীর সঙ্গে হোমস প্রদেশের সংযোগকারী সড়কে একটি জ্বালানি ট্যাংকারের সঙ্গে দুইটি বাস ও একাধিক গাড়ির সংঘর্ষে অন্তত ৩২ জন মারা গেছে। দুর্ঘটনায় আরও ৭৭ জন আহত হয়েছেন।
শনিবার (৭ মার্চ) এ দুর্ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ঘটনাস্থল পরিদর্শন করে ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ খালেদ আল-রাহমন বলেন, “দামেস্কের বাইরে একটি জ্বালানি ট্যাংকার নিয়ন্ত্রণ হারিয়ে ১৫টি গাড়ি ও দুইটি বাস দুমড়ে-মুচড়ে দিলে এই হতাহতের ঘটনা ঘটে।” বাস দুইটিতে অনেক ইরাকি যাত্রী ছিলেন বলেও জানান তিনি।
দেশটির রাষ্ট্রীয় মিডিয়ায় প্রচারিত ফুটেজে দেখা যায়, দুর্ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চলছে। আশঙ্কা করা হচ্ছে, দুর্ঘটনায় নিহতরা ইরাকি শিয়া তীর্থযাত্রী, তারা রাজধানীর কাছে কোন পবিত্রস্থান পরিদর্শনে যাচ্ছিলেন।