চলতি সপ্তাহের শুরুতে সৌদির পূর্বাঞ্চলীয় কাতিফ শহরকে অবরুদ্ধ করে দেয় দেশটির কর্তৃপক্ষ। সংযুক্ত আরব আমিরাত সহ আরো ১২ টি দেশের সঙ্গে বিমান চলাচল স্থগিত করেছে।
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, নতুন করে আক্রান্তদের মধ্যে দুজন সম্প্রতি ইরাক ভ্রমণ করেছেন। এছাড়া ১২ বছর বয়সী এক শিশু ইরানে তার দাদার কাছ থেকে সংক্রমিত হয়েছেন। আক্রান্তদের মধ্যে আরেকজন ২১ বছর বয়সী এক মিশরীয় নাগরিক।
এদিকে করোনাভাইরাসের কারণে সম্প্রতি ভ্রমণ নিষেধাজ্ঞা দেশগুলোর আওতায় রয়েছে, সংযুক্ত আরব আমিরাত, সুইজারল্যান্ড, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, ফিলিপাইন, সুদান, ইথিওপিয়া, দক্ষিণ সুদান, এরিত্রিয়া, কেনিয়া, দ্বিজিবৌতি এবং সোমালিয়া।
সূত্র- রয়টার্স