দর্পণ ডেস্ক :
সংসারে শান্তি ফেরাতে নেশাখোর স্বামীকে পুলিশের হেফাজতে দেবার সিধান্ত নেন স্ত্রী।
মাতাল স্বামীকে পুলিশের কাছে নেবার সময়কার ভারতের রাজকোটের সেই নারীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে। একেতো স্বামীকে টেনে নিয়ে যাচ্ছেন স্ত্রী। এটাই আগ্রহের সৃষ্টি করেছিল পথচারীদের।
মাতালের শরীরের নিচের অংশে নেই পোশাক। জানা যায়, এই নারী যখন তাকে টেনে নিয়ে যাচ্ছিলেন তখন স্বামী বলেন আমাকে ছেড়ে দাও না হলে আমি কাপড় খুলে ফেলবো। হুমকিতেও কাজ না হলে সত্যি খোলা সড়কে কাপড় খুলে ফেলেন তিনি। তারপরেও রক্ষা পাননি প্রতিবাদী এই নারীর হাত থেকে। উলঙ্গ অবস্থাতেই খোলা রাস্তায় তাকে টেনে নিয়ে যান পুলিশের কাছে। এই খবরটি প্রকাশিত হয় ভারতীয় গণমাধ্যম জি নিউজ’এ।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.