শিডিউল অনুসারে টোকিও অলিম্পিক শুরু হওয়ার কথা ২৪ জুলাই। তবে করোনাভাইরাসের কারণে নির্দিষ্ট সময়ে অলিম্পিক আয়োজন নিয়ে সংশয় আছে। এমন পরিস্থিতিতে বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া আসরটি বছরের শেষ দিক পর্যন্ত স্থগিত হয়ে যেতে পারে। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন জাপানের অলিম্পিক মন্ত্রী সেইকো হাশিমোতো। যদিও অলিম্পিক গেমস কর্তৃপক্ষ আইওসির পক্ষ থেকে এ নিয়ে মন্তব্য করা হয়নি।

মঙ্গলবার জাপানের পার্লামেন্টের উচ্চকক্ষে অলিম্পিক বিষয়ক এক প্রশ্নের জবাবে হাশিমোতো বলেন, ‘আইওসি গেমস বাতিল করতে পারবে যদি ২০২০ সালের মধ্যে না হয়। চুক্তি অনুসারে আমাদের ২০২০ সালের মধ্যে গেমস আয়োজন করতে হবে। এর মাধ্যমে গেমস স্থগিত করার সুযোগ আছে বলা যায়।’ 

গত সপ্তাহে আইওসির প্রধান থমাস বাখ বলেছিলেন, নির্ধারিত সময়েই অলিম্পিক শুরু করতে আশাবাদী তারা। আর জ্যেষ্ঠ সদস্য ডিক পাউন্ড জানিয়েছিলেন, নির্দিষ্ট সময়ে আয়োজন সম্ভব না হলে অন্য কোনো দেশে সরানো বা কয়েক মাস পেছানোর চেয়ে গেমস বাতিলের পথেই এগোতে হবে। গত ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস জাপানেও ভয়ানক আকার ধারণ করছে। এরই মধ্যে প্রাণ হারিয়েছেন ১২ জন, প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনার আঘাত থেকে বাঁচতে ইতোমধ্যে জাপানের জমায়েতধর্মী কার্যক্রম (কনসার্ট ও খেলা) বাতিল করা হয়েছে। বন্ধ করা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানও। করোনার সংক্রমণ যদি এখন থেকে আরও বেড়ে যায়, তাহলেও কি অলিম্পিক যথাসময়ে হবে- এমন এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যেন ওই পরিস্থিতিতে না পড়তে হয়।’