দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। বুধবার থেকে বর্ধিত এ দাম কার্যকর হবে বলে মঙ্গলবার বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) পক্ষ থেকে জানানো হয়েছে।
বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন দর অনুযায়ী বুধবার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৬১ হাজার ৫২৭ টাকা, যা আগে ছিল ৬০ হাজার ৩৬১। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দামি নির্ধারণ হয়েছে ৫৯ হাজার ১৯৪ টাকা. যা আগে ছিল ৫৮ হাজার ২৮ দশমিক ৪০ টাকা। আর ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৫৪ হাজার ১৭৯ টাকা, যা আগে ছিল ৫৩ হাজার ১২ টাকা।
এছাড়া সনাতনী স্বর্ণের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৪১ হাজার ৪০৭ টাকা, যা আগে ছিল ৪০ হাজার ২৪০টাকা। আর ২১ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম পূর্বের নির্ধারিত ৯৩৩ টাকাই বহাল রয়েছে।
বাজুস জানিয়েছে, বৈশ্বিক অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে ও স্থানীয় বুলিয়ন মার্কেটে স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। সার্বিক পরিস্থিতিতে সংগঠনের কার্যনির্বাহী কমিটির সর্বসম্মত সিদ্ধান্তে এ দাম বৃদ্ধি করা হলো।