দর্পণ ডেস্ক : স্বর্ণের দাম আন্তর্জাতিক বাজারে কমেছে। তাই দেশের বাজারে সব ধরনের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমেছে। এতে ভালো মানের ২২ ক্যারেট সোনা নতুন দাম ৭৩ হাজার ১৩৩ টাকা হয়েছে। বিশ্ববাজারে স্বর্ণের দামের সঙ্গে সমন্বয় করতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) গতকাল মঙ্গলবার (১৪ ডিসেম্বর) এই সিদ্ধান্ত নিয়েছে। দাম কমার এই সিদ্ধান্ত বুধবার থেকে কার্যকর হবে জানিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়েছে বাজুস।
বাজুস সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়ালের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রাদুর্ভাব ও অর্থনীতির নানা জটিল সমীকরণের মধ্যে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা নিম্নমুখী। দেশীয় বুলিয়ন মার্কেটেও পাকা স্বর্ণের দাম নিম্নমুখী। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সিদ্ধান্ত মোতাবেক আগামী ১৫ ডিসেম্বর (বুধবার) থেকে বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম ভরি (১১.৬৬৪ গ্রাম) প্রতি ১ হাজার ১৬৬ টাকা কমানো হলো। তবে রূপার দাম অপরিবর্তিত থাকবে। বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার থেকে ২১ ক্যারেটের স্বর্ণ ৬৯ হাজার ৯৮৪ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৬১ হাজার ২৩৬ টাকায় ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৫০ হাজার ৯১৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.