অনলাইন ডেস্ক : দীর্ঘদিন মিডিয়ার কোনো খবরে নেই অর্চিতা স্পর্শিয়া। ছিলেনও অনেকটা আড়ালে। অবশেষে আড়াল ভেঙে বের হলেন তিনি। একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার সঙ্গে রয়েছেন সাফা কবির। চলচ্চিত্রের নাম ‘বান্ধবী’।
এটি রচনা ও পরিচালনা করেছেন ভিকি জাহেদ। এতে অভিনয় প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, ‘ভিকি জাহেদের নির্দেশনায় এর আগেও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছি। যত্ন নিয়ে কাজ করেন তিনি। এ চলচ্চিত্রের কাজটি করেও আমি সন্তুষ্ট। কারণ সাফা আমার খুব ভালো একজন বন্ধু। আশাকরি দর্শকের খুবই ভালো লাগবে।’
সাফা কবির বলেন, ‘একই নির্মাতার চারটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছি। প্রতিটি চলচ্চিত্রের জন্যই আমি বেশ ভালো সাড়া পেয়েছি। তার নতুন চলচ্চিত্র বান্ধবীর গল্পটাও আমার কাছে ভালো লেগেছে। আর অনেকদিন পর আমার বন্ধু স্পর্শিয়ার সঙ্গে কাজ করলাম। বাস্তব জীবনের বন্ধুর সঙ্গে শুটিংয়ের সময়টা ভীষণ উপভোগ করেছি। আশা করছি, চলচ্চিত্রটি দর্শকের ভালো লাগবে।’
শিগগিরই আই-ফ্লিক্স’র ইউটিউব চ্যানেলে এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রচার হবে বলে নির্মাতা জানান। এদিকে স্পর্শিয়া নতুন দুটি চলচ্চিত্রে কাজ করছেন। তবে এ ব্যাপারে এখনই কিছু বলতে রাজি হননি তিনি। অন্যদিকে ঈদের নাটকের কাজ নিয়ে সাফা কবির ব্যস্ত রয়েছেন।