অনলাইন ডেস্ক : বিগ বস-এর মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন সানি লিওন। এরপর ‘বেবি ডল’ ছবির মধ্য দিয়ে রূপালি পর্দায় অভিষেক। ওই ছবিতে অভিনয়ের মধ্যদিয়ে পর্নতারকা থেকে হিন্দি সিনেমার জগতে প্রবেশ করেন আবেদনময়ী এই অভিনেত্রী।
বলিউডে অভিনয়ের শুরুর দিকে নানা বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় সানিকে। কখনও মুম্বাইয়ে বাড়ি ভাড়া নিয়ে বেগ পেতে হয়েছে, আবার কখনও অভিনেত্রী সেলিনা জেটলির বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়েছে। সবকিছু মিলিয়ে বলিউডে নানা হেনস্থার শিকার হতে হয় তাকে। সব বাধা ডিভিয়ে ক্রমে বলিউডে নিজের জায়গা পোক্ত করতে শুরু করেছেন সাবেক এই পর্নতারকা।