দর্পণ ডেস্ক : ‘র‌্যাম্বো’ খ্যাত হলিউডের বিখ্যাত অভিনেতা সিলভেস্টার স্ট্যালোনকে কে না চেনে। যদিও তিনি অধিক পরিচিত রকি বালোবা নামে। বহু ছবিতে তিনি রুপালি পর্দায় ঝড় তুলেছেন। কিংবদন্তী এই অভিনেতার পর এবার মঞ্চ দাপাতে আসছেন তারই মেয়ে সোফিয়া রোস স্ট্যালোন।

স্ট্যালোনের মেয়ে সোফিয়ার বয়স মাত্র ২৩। এই বয়সেই তিনি মডেল হিসেবে ব্যাপক জনপ্রিয়। সোফিয়ার মাও ছিলেন বিখ্যাত মডেল। ১৯৯৬ সালে ফ্লোরিডাতে জন্ম সোফিয়ার। সম্প্রতি এই মডেলের বিকিনি পরে করা ফটোশুট ইনস্টাগ্রামে হইচই তোলে।