দর্পন ডেস্ক : শরিফুল ইসলাম (৩৮) নামে এক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে দিনাজপুরের হিলিতে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৪ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আটক শরিফুল ইসলাম হিলির বানিয়াল গ্রামের রহমত ফকিরের ছেলে।
ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ একটি টহল গতকাল শুক্রবার দিবাগত রাতে হিলির বানিয়াল গ্রামের অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে শরিফুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে মামলার ওয়ারেন্ট ছিল, সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। পরে শনিবার সকালে আদালতের মাধ্যমে তাকে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।