ছবি: অন্তর্জাল (প্রতীকী)

“একদিন তুমি আমার পুরো হৃদয়ের দখল নেবে এবং সেটিকে ড্রাগনের চেয়ে অগ্নিময় করে তুলবে।
তখন তোমার চোখের পাপড়িরা আমার হৃদয়ের ওপরে লিখবে সেই কবিতা, যা কখনোই কোনো কবির কলম থেকে বের হয়নি।”