অনলাইন ডেস্ক: জিতলেই চলতি ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপা নিশ্চিত ছিলো ম্যানচেস্টার সিটির। কিন্তু গতকাল ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ৩-২ গোলের হার দেখে সিটিজেনরা। এ ম্যাচে হেরে যাওয়ায় শিরোপা জন্য সামনের ম্যাচের জন্য অপেক্ষা করতে হবে কোচ পেপ গার্দিওলার দলের। গতকাল অবশ্য প্রথমার্ধে ২-০ গোল এগিয়ে ছিল সিটি। পরে ফরাসি তারকা পল পগবার জোড়া গোলে হার দেখে তারা। চলতি আসরে এ নিয়ে দ্বিতীয় হারের স্বাদ পেলো ম্যানসিটি। অন্যদিকে এ জয়ে পয়েন্ট তালিকয় দ্বিতীয় স্থানটা আরো মজবুত করলো ম্যানচেস্টার ইউনাইটেড।
চলতি লীগে ৩২ ম্যাচে ৮৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে ম্যানচেস্টার সিটি। সমান ম্যাচে ৭১ পয়েন্টে দুই নম্বরে ম্যানইউ। এক ম্যাচ বেশি খেলে ৬৭ পয়েন্ট নিয়ে তালিকায় তৃতীয় স্থানে লিভারপুল। মঙ্গলবার লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লীগের গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে কেভিন ডি ব্রুইনা, গ্যাব্রিয়েল জেসুসসহ দলের নিয়মিত একাদশের চার তারকাকে বাইরে রেখে শুরুর একাদশ সাজান কোচ পেপ গার্দিওলা। ক’দিন আগে চোট কাটিয়ে ফেরা সার্জিও আগুয়েরোও ছিলেন একাদশের বাইরে। এদিন ম্যানইউর মাঠ ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের ২৫তম মিনিটে অধিনায়ক ভিনসেন্ট কোম্পানির গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। জার্মান মিডফিল্ডার লেরয় সানের কর্নারে হেডে গোল করেন এ বেলজিয়ান ডিফেন্ডার। এর পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে সিটি। ইংলিশ ফরোয়ার্ড রাহিম স্টারলিংয়ের পাসে গোল করেন জার্মান মিডফিল্ডার ইলকাই গুনদোগান। দ্বিতীয়ার্ধের ৫১তম মিনিটে গুনদোগানের শট গোলপোস্টে লাগলে নিশ্চিত গোল বঞ্চিত হয় সিটি। এর পরে গল্পটাই শুধুই ম্যানইউর। ৫৩ মিনিটে আলেক্সিস সানসেজের বাড়ানো পাসে অনেকটা লাপিয়ে ওঠে হেডে গোল করেন পল পগবা। এর দুই মিনিট পর ফের সানচেজের পাসে হেডে গোল করে দলকে সমতায় ফেরান এ ফরাসি মিডফিল্ডার। আর ৬৯তম মিনিটে সানচেজের পাসে ম্যানইউর জয়সূচক গোলটি করেন ক্রিস স্মলিং।