কুড়িগ্রামে এসিড নিক্ষেপ মামলা দায়েরের ১৩ বছর পর আমিনুল ইসলাম (৪৩)  নামে এক ব্যক্তিকে  ৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।  সেই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

এ ছাড়া মামলার অপর দুই আসামি আবুল হোসেন ও সফিকুল ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে এসিড অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক এবং জেলা ও দায়রা জজ মুন্সি রফিউল আলম এ রায় দেন। 

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, সদর উপজেলার কাচ্চির গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে ২০০৭ সালের ৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে দণ্ডপ্রাপ্ত আমিনুল ইসলাম তার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময়  প্রতিপক্ষ মঞ্জু মিয়া এবং তার মা ময়জন বেওয়াকে লক্ষ্য করে এসিড ছোঁড়েন। এতে ময়জন বেওয়ার ডান হাতের কব্জি থেকে কনুই পর্যন্ত  দগ্ধ হয়। 

এ ঘটনায় মঞ্জু মিয়া বাদী হয়ে আমিনুল ইসলাম ও তার ভাই আবুল হোসেন এবং সফিকুল ইসলামকে আসামি করে  ওই বছরের ১১ ফেব্রুয়ারি সদর থানায় মামলা দায়ের করেন। 

দীর্ঘ শুনানির পর ১৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত মামলার রায় দেন।